পাকিস্তানে আবারো আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলো। রাওয়ালপিন্ডিতে আজ অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই ২৬ রানের জয় পায় স্বাগতিকরা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। ইমাম উল হক ও হারিস সোহেলের অর্ধশতকের উপর নির্ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরির উপর ভর নেমে সব উইকেট হারিয়ে ২৫৫ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। শুরু থেকেই বোলিং লাইনে ঝড় তোলেন শাহিন আফ্রিদি। তিনি ৫ উইকেট নেন। ওহাব রিয়াজ নেন আরো ৪ উইকেট।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।
সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন