আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ক্রিকেট দুনিয়া October 28, 2020 2,497
আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ক’রোনা পরবর্তী সময়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা শেষ হতে না হতেই আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের টুর্নামেন্টের জন্যে বাজেট রাখা হয়েছে ১০ কোটি টাকা!


বিসিবির নতুন এই আয়োজনে থাকবে না কোন বিদেশি ক্রিকেটার। এতে সুযোগ হচ্ছে দেশি খেলোয়াড়দের। ক’রোনার কারণে ঘরোয়া ক্রিকেটারদের অর্থের অভাবে পড়লেও, বিসিবির এই টুর্নামেন্টটা অনেকটা স্বস্তি দেবে তাদের। যেখানে প্রতিটা দলের জন্যই বাজেট ২ কোটি টাকা।


তবে ক্রিকেটারদের জন্যে ক্যাটাগরি তৈরি করেছে বিসিবি। যেখানে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ নামক চারটি ক্যাটাগরি রয়েছে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮ লাখ টাকা করে। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৬ লাখ ও ৪ লাখ টাকা করে।


টুর্নামেন্টটি শুরুর দিনক্ষণ জানানো হয়েছিল ১৫ নভেম্বর। তবে দল এখনও চুড়ান্ত না হওয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আরও এক সপ্তাহ পেছাতে পারে। তবে ১৫ নভেম্বর ধরেই পরিকল্পনা করছে বিসিবি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪