আগামী বছরের এপ্রিল মাসে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়টি চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল বাবর আজমদের। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সেই সফরটি স্থগিত হয়ে যায়। স্থগিত হয়ে যাওয়া সেই সফর আগামী এপ্রিলে চায় পিসিবি।
কিন্তু বর্তমানে টালমাটাল অবস্থা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে (সিএসএ)। গত রোববার বোর্ডের ছয় পরিচালক পদত্যাগ করেন। একদিনের ব্যবধানে বোর্ডের বাকি ১০ জন সদস্যও একসঙ্গে পদত্যাগ করেন। - যুগান্তর অনলাইন