ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৭তম ম্যাচে আজ মুখোমুখি রশিদ খানের সানরাইজার্স হায়দরাবাদ ও কাগিসো রাবাদার দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
প্রতিযোগিতার প্রথম পর্বে দুরন্ত ছন্দে থাকলেও, দ্বিতীয় পর্বে এসে কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে শ্রেয়স আইয়রের দলের। শেষ দুটি ম্যাচে হেরে তারা আজ সানরাইজার্সের বিরুদ্ধে নামতে চলেছে। বর্তমানে গ্রুপ টেবিলের প্রথম তিন দল মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালোরের পয়েন্ট ১১ ম্যাচে ১৪।
ফলে অঘটন ঘটলেই দিল্লিকে হারাতে হতে পারে প্রথম দুইয়ে থাকার সুযোগ। তাই আজ সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ধওয়ান, পৃথ্বী, শ্রেয়স, রাবাদা, অশ্বিনরা। তবে ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস।
অপরদিকে, শেষ চারে যাওয়ার আশা কার্যত শেষ সানরাইজার্স হায়দরাবাদের। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নেরর দল। যদিও অনেক জটিল অঙ্কের বিচারে শেষ চারের যাওয়ার আশা কিঞ্চিত থাকলেও, তা দুঃসাধ্যই বলা চলে।
তবে নিজেদের শেষ তিনটি ম্যাচ জিততে চাইছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। আজ দুবাইতে দিল্লি কঠিন প্রতিপক্ষ তা ভাল করেই জানেন বেয়ারস্টো,ওয়ার্নার, মণীশ পাণ্ডে, রাশিদ খানরা। তবে মৌসুমের শেষ তিন ম্যাচ ধরে নিয়েই নিজেদের উজার করে দিয়ে দিল্লির বিরুদ্ধে জয় পেতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ:
আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্চাস স্টোইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪