বিসিবি প্রেসিডেন্টস কাপে বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রতিটা ম্যাচেই আধিপত্য দেখিয়েছে। তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন পেসাররা৷ যেখানে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচ জনের ৫ জনই পেসার।
সবার উপরে আছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতো ১২ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে আছেন রুবেল হোসেনও। তবে চমক হিসেবে আছেন তরুণ পেসার সুমন খান।
ফাইনালে ৫ উইকেট শিকার করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৯ উইকেট শিকার করে তিনি আছেন তৃতীয় স্থানে। এছাড়া সমান ৮ উইকেট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান ও আল-আমীন হোসেন।
এক নজরে দেখে নেওয়া যাক সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা পাঁচ–
১। মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ) : ৪ ম্যাচে ১০.৩৩ গড়ে ১২ উইকেট।
২। রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ১৩.৪১ গড়ে ১২ উইকেট।
৩। সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ) : ৩ ম্যাচে ১৩.৪৪ গড়ে ৯ উইকেট।
৪। মুস্তাফিজুর রহমান (তামিম একাদশ) : ৪ ম্যাচে ১৪.৭৫ গড়ে ৮ উইকেট।
৫। আল-আমিন হোসেন (নাজমুল একাদশ) : ৪ ম্যাচে ১৯.১২ গড়ে ৮ উইকেট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪