রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 26, 2020 1,243
রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ

আইপিএলে হাইভোল্টেজ ম্যাচে শারজায় আজ মুখোমুখি কেকেআর-পাঞ্জাব। গ্রুপ পর্বের এই ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে৷ আজ হারলেই বাদ পড়ে যাবে পাঞ্জাব। অন্যদিকে জিতলেই প্লে – অফের আশা টিকে থাকবে পাঞ্জাবের। দুদলের মাঠের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়।


কেকেআরের আজকের প্রতিপক্ষ কিংস ইলেভেন চলতি আইপিএলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে। নিজেদের শেষ পাঁচ ম্যাচ জিতে প্রথম চারে থাকার লড়াইয়ে দারুণ ভাবে ফিরে এসেছে লোকেশ রাহুলের দল।


অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ধরাশায়ী করে পয়েন্ট টেবিলের চার নম্বর জায়গা ধরে রেখে প্লে-অফ লড়াইয়ে রয়েছে মর্গ্যানের দল।


আইপিএল ২০২০তে মুখোমুখি লড়াইয়ে রুদ্বশ্বাস ম্যাচে পাঞ্জাবকে ২ রানে হারায় কলকাতা। ১০ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৬৪ রান হাঁকায়।


এই রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য পাঞ্জাবের ৬ রানের প্রয়োজন ছিল। ম্যাক্সওয়েল নারিনের ডেলিভারির বিরুদ্ধে চার হাঁকালে ২ রানে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।


গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কলকাতার একাদশে পরিবর্তন সম্ভাবনা নেই। তবে রাসেল ফিরলে একটি পরিবর্তন হতে পারে। অন্যদিকে পাঞ্জাব একাদশে আজ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আগারওয়াল।


পাঞ্জাবের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, দীপক হুদা, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, হর্শদীপ সিং, জিমি নিশাম/ম্যাক্সওয়েল, মহম্মদ শামি, ক্রিস জর্ডান।


কলকাতার সম্ভাব্য একাদশ:

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, ইয়ন মরগান (অধিনায়ক), প্যাট কামিন্স, শিবম মাভি / কমলেশ নাগরকোটি, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪