বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে সুমন খানের বোলিং তান্ডবে মাত্র ১৭৩ রানেই অলআউট হয় নাজমুল একাদশ। জবাবে ইমরুল – লিটনের ফিফটিতে ২৯.৪ বলেই ৭ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।
কোন স্বীকৃত টুর্নামেন্ট না হলেও আসরে ছিল প্রাইজমানির ছড়াছড়ি। চ্যাম্পিয়ন হওয়ায় মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে ৭ লাখ টাকা।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন সুমন খান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। সেরা ব্যাটসম্যান হয়েছেন ইরফান শুক্কুর। সেরা বোলার রুবেল হোসেন। আর সেরা ফিল্ডার নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।
একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরুস্কার পেলেন:-
ফাইনালের সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
ফাইনালের সেরা বোলার- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের সেরা ফিল্ডার- নুরুল হাসান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের ম্যাচসেরা- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা বোলার- রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ফিল্ডার- নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্টের সেরা কামব্যাক- তাসকিন আহমেদ (তামিম একাদশ)
প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- রিশাদ আহমেদ ( নাজমুল একাদশ)।
প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড- মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।
(টুর্নামেন্ট সেরা প্লেয়ার ২ লাখ টাকা, প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড ৫০০ হাজার টাকা এবং অন্যান্য ক্যাটাগরির সবগুলো ১ লাখ টাকা।)
সূত্রঃ স্পোর্টসজোন২৪