বিকেলে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 25, 2020 1,256
বিকেলে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি এবি ডি ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মিচেল স্যান্টনারের চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।


চেন্নাই ইতিমধ্যেই নক আউট থেকে বাদ পড়েছে। চলতি আসরে ১১ ম্যাচ খেলেই ৮ ম্যাচ হেরেছে ধোনির নেতৃত্বাধীন দল। এই প্রথমবার লেগ পর্ব থেকে বাদ পড়েছে ডিফেন্ডিং রানার্সআপরা। তারপর আজকে ব্যাঙ্গালোর হারিয়ে ভালোভাবে আসর থেকে বিদায় নিতে চাইবে ধোনিরা। সর্বশেষ ম্যাচেও মুম্বাইয়ের কাছে দশ উইকেটে হেরেছে চেন্নাই।


অন্যদিকে ভালো অবস্থানে আছে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ ম্যাচ খেলে ৭টিতে জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই ম্যাচ জিতলেই শীর্ষে চলে যাবে ডি ভিলিয়ার্সরা। সর্বশেষ ম্যাচে কলকাতাকে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ব্যাঙ্গালোর। যার কারণে ফুরফুরে মেজাজে মাঠে নামবে কোহলিরা।


চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা একাদশ: ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াডদ, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শারদুল ঠাকুর, জগদিসান, জোশ হ্যাজলউড/ মিচেল স্যান্টনার, ইমরান তাহির।


ব্যাঙ্গালোর সম্ভাব্য সেরা একাদশ:

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, উসুরু উদানা, উমেশ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪