ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত অংশ নেওয়া প্রতিটি আসরে অন্তত প্লে-অফে খেলেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ২০২০ সালটা তাদের জন্য যেন চমক নিয়ে অপেক্ষা করছিল! হাতে মাত্র তিন ম্যাচ নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে দলটি।
অর্থাৎ প্রথমবারের মতো লিগ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে তারা। তারপরও অনিশ্চয়তা উড়িয়ে মহেন্দ্র সিং ধোনিরা জায়গা করে নিতে পারেন নকআউট পর্বে। তবে তা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর।
শুক্রবার ২৩ অক্টোবর শারজাহতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই। ম্যাচটিতে হেরেছে তারা। আর এই হারের ফলে যে চেন্নাইয়ের বিদায় নিশ্চিত আসর থেকে তা-ও নয়। ১২ পয়েন্ট নিয়েও তারা যেতে পারে প্লে-অফে।
তবে এমন কিছু ঘটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, আর একটি জয় পেলেই কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট হবে ১২। সমান পয়েন্ট অর্জন করতে কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও হায়দরাবাদের চাই দুটি জয়।
চেন্নাইয়ের পরবর্তী প্রতিপক্ষ:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২৫ অক্টোবর)
কলকাতা নাইট রাইডার্স (২৯ অক্টোবর)
কিংস ইলেভেন পাঞ্জাব (১ নভেম্বর)।
– আইপিএল ডট কম