আইপিএলের পরেই ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। দুই দেশের ক্রিকেট সিরিজ করোনার আবহেই আয়োজন হবে। আইপিএল শেষে দুবাই থেকে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিরিজে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হবে বিসিসিআইর পক্ষে। জানা গেছে, এই সফরে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই যাবেন অস্ট্রেলিয়ায়। খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী – বান্ধবী বা পরিবারের কেউ যাবেন না।
এ ছাড়া পুরো সিরিজের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে ৩২ জন ক্রিকেটারের দল। সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জন অস্ট্রেলিয়া যেতে পারেন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মাঝপথে আর কাউকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চায় না বোর্ড।
অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি টি – টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলতে হবে বিরাটদের। অন্তত দুই মাসের সফর। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এর ফলে আইপিএল শেষ হলেই দেশে ফিরতে হবে আনুশকা শর্মা, ঋতিকাদের। – আনন্দবাজার