দেখে নিন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি

ক্রিকেট দুনিয়া October 22, 2020 1,623
দেখে নিন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে ইংল্যান্ড। আগামী মাসেই ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর করার জন্য অনুমতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের এই সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর এবং শেষ হবে ৯ ডিসেম্বর। পুরো সিরিজ শেষ হবে মাত্র ১৩ দিনে।


আর এই সিরিজকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর চার্টার্ড ফ্লাইটে করে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। সিরিজ শুরুর ১০ দিন আগে গিয়ে সেখানে কেপ টাউনে এক হোটেলে কোয়ারান্টাইনে থাকবেন ইংলিশরা। একই হোটেলে অবস্থান করবেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও।


ইংল্যান্ডের বনাম দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ সূচিঃ

২১ নভেম্বর- ওয়ানডে প্রস্তুতি ম্যাচ

২৩ নভেম্বর- দুইটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ

২৭ নভেম্বর- ১ম টি-টোয়েন্টি

২৯ নভেম্বর- ২য় টি-টোয়েন্টি

১ ডিসেম্বর- ৩য় টি-টোয়েন্টি

৪ ডিসেম্বর- ১ম ওয়ানডে ম্যাচ

৬ ডিসেম্বর- ২য় ওয়ানডে ম্যাচ

৯ ডিসেম্বর- ৩য় ওয়ানডে ম্যাচ


সূত্রঃ স্পোর্টসজোন২৪