কলকাতার বিপক্ষে বড় জয় পেলো ব্যাঙ্গালোর

ক্রিকেট দুনিয়া October 22, 2020 1,337
কলকাতার বিপক্ষে বড় জয় পেলো ব্যাঙ্গালোর

আইপিএলের এবারের আসরের সবচেয়ে কম লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির দল যখন জয় তুলে হাসিমুখে মাঠ ছাড়ছিল তখন খেলা হয়েছে সবে মাত্র ১৩.৩ ওভার। ৮৫ রান টপকাতে ব্যাঙ্গালুরুর খরচ হয়েছে ২ উইকেট।


এর আগে ২১ অক্টোবর দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে কলকাতা ব্যাটিং এর সিধান্ত নেয়। এদিন মরগ্যানের দলের সামনে ত্রাস হয়ে দেখা দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ।


১২০ বলের খেলায় যে পুরো ওভার ব্যাটিং করেও একশ করতে পারেনি দলটি। আবুধাবিতে ব্যাঙ্গালুরুর বোলারদের তোপে ৮ উইকেটে মাত্র ৮৪ রানে আটকে যায় শাহারুখ খানের দল। শুরুতেই মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়ে দলটি। ১৪ রানের মধ্যে হারায় ৪ উইকেট, এর মধ্যে সিরাজেরই শিকার ৩ ব্যাটসম্যান।


আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মোহাম্মদ সিরাজ। একই সাথে আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা হওয়ার রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।


বুধবার ২১ অক্টোবর, শাহবাজ নাদিমের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ব্যাঙ্গালোরের পেসার মোহাম্মদ সিরাজ। প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে মেডেন দেন। পরের ওভারেও দারুণ বোলিং করতে থাকেন ব্যাঙ্গালোরের এই বোলার। নিজের দ্বিতীয় ওভারেও কোনও রান দেননি।


তারপরই আইপিএলের ইতিহাসে এক অসামান্য রেকর্ড গড়েন সিরাজ। এই প্রথম কোনও বোলার একই ম্যাচে জোড়া মেডেন ওভার বল করেন। ম্যাচ সেরা : মোহাম্মদ সিরাজ।


সূত্রঃ আমাদের সময়