রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 21, 2020 1,696
রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি রাসেলের কলকাতা নাইট রাইডার্স ও ডি ভিলিয়ার্সের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।


চলতি আইপিএলের প্রথম দেখায় জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজায় কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৮২ রানে হারিয়েছিলেন বিরাট কোহলিরা। তবে এবার মোকাবিলা যে সহজ হবে না, তা নিশ্চিত। ইয়ন মরগান দল যে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।


৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর। অন্যদিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য সেরা একাদশ: শুভমান গিল, রাহুল ত্রিপাথি, নিতিশ রান, দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, লুকি ফারগুসন , প্যাট কামিনস, প্রাসিধ কৃষ্ণা, শিভাম মাভি এবং ভারুন চক্রবর্তী।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য সেরা একাদশ: দেবদুত পাড্ডিকাল, অ্যারোন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, ক্রিস মরিস, ওয়াসিংটন সুন্দর, ইসুরু উদানা/ সুনীল নারাইন , নবদীপ সাইনি, শাহবাজ আহমেদ, ইয়ুজবেন্দ্র চাহাল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪