চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় পেলো রাজস্থান রয়্যালস

ক্রিকেট দুনিয়া October 20, 2020 906
চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় পেলো রাজস্থান রয়্যালস

লক্ষ্য যখন মাত্র ১২৬ রান। তখন যে কেউ রাজস্থানের পক্ষেই চোখ বন্ধ করে জয়ের আশায় বসে থাকবে। রাজস্থান তার ভক্তদের মোটেও নিরাশ করেনি। ১৭.৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌচ্ছে যায় সঞ্জু স্যামসাং এর দল। এবারের আইপিএলে সর্বনি¤œ ১২৫ রান তুলেছিল তিনবারের চ্যাম্পিয়নরা।


ব্যাটসম্যানরা ভুগিয়েই চলেছেন চেন্নাই সুপার কিংসকে। ম্যাচের পর ম্যাচ ধীরগতির ব্যাটিংয়ের অস্বস্তি চেপে ধরে আছে দলটিকে।আবুধাবিতে ১৯ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১২৫ রানেই আটকে যায় চেন্নাই।


টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩০ বলে ৪ বাউন্ডারিতে হার না মানা জাদেজার ৩৫ রান ছিল দলের সবচেয়ে বড় স্কোর।


রাজস্থান রয়্যালস বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে মাত্র ৫ ইকোনমিতে ২০ রান খরচায় একটি উইকেট নেন তিনি। ম্যাচ সেরা : রাজস্থানের ৭০ রানে অপরাজিত থাকা জজ বাটলার।


সূত্রঃ আমাদের সময়