বিসিবি প্রেসিডেন্টস কাপে টিকে থাকার লড়াইয়ে সোমবার নামবে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। প্রতিপক্ষ তামিম ইকবাল একাদশ। দু’দলের লড়াই শুরু হবে যথারীতি দুপুর দেড়টায়। সরাসরি বিসিবির ফেসবুক পেজে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি।
আজকের ম্যাচে হেরে গেলেই টুর্নামেন্টের শিরোপা লড়াই থেকে ছিটকে যাবেন মাহমুদউল্লাহ-মুমিনুলরা। ২৩ সেপ্টেম্বর ফাইনাল খেলবে তামিম ও নাজমুল হোসেন শান্ত একাদশ।
তখন ২১ সেপ্টেম্বর শান্ত-তামিমদের ম্যাচটি হয়ে যাবে শুধুই নিয়ম রক্ষার, অথবা ফাইনালের পোশাকি মহড়া। তিন ম্যাচে দুই জয়ে শান্ত একাদশ ফাইনালের পথে এগিয়ে রয়েছে অনেকটাই। তিন দলের আসরে সোমবার তামিমরা জিতলে দুই জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।
তিন ম্যাচে এক জয় পাওয়া মাহমুদউল্লাহদের শেষ ম্যাচ এটি। তারা জয় পেলে আবার জমে উঠবে পয়েন্ট টেবিল। তিন দলেরই তখন সমান সুযোগ থাকবে ফাইনাল খেলার। সব দলের পয়েন্ট ও জয়-পরাজয় সমান হলে বিবেচনায় আসবে রানরেট।
সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচের আগে মিরপুরে অনুশীলন করেছে তামিম একাদশের সকল ক্রিকেটার। আগের রাতে ম্যাচ খেলায় বিশ্রামে কাটিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।
মুখোমুখি প্রথম দেখায় তামিমদের হারিয়েছিল মাহমুদউল্লাহরা। দ্বিতীয় লেগেও সেটির পুনরাবৃত্তি হলে জমে উঠবে পয়েন্ট টেবিলের খেলা। দুই ফাইনালিস্ট পেতে তখন অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচ পর্যন্ত।
সূত্রঃ স্পোর্টসজোন২৪