ডাবল সুপার ওভারের ম্যাচে জয় পেলো পাঞ্জাব

ক্রিকেট দুনিয়া October 19, 2020 3,730
ডাবল সুপার ওভারের ম্যাচে জয় পেলো পাঞ্জাব

প্রীতি জিনতা এক বার্তায় বলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দূর্বল লোকের জন্য নয়। কথাটির সত্যতার প্রমান মিলল আইপিএলের ৩৬ তম ম্যাচে। প্রতি বলে বলে ছিল টানটান উত্তেজোনা।


ক্রিকেট ইতিহাসে ১৮ অক্টোবর দিনটি বিশেষ ভাবে স্মরনীয় হয়ে থাকবে। একদিনে তিন সুপার ওভার দেখেছেন ক্রিকেট ভক্তরা। কালেভদ্রে এমন ম্যাচ দেখার সৌভাগ্য হয় ভক্তদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৭৭ রানের স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।


কিংস ইলেভেনের জন্য প্রতি ম্যাচ বাঁচামরার লড়াই। প্রতিটি ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। লক্ষ্য তাড়া করতে নেমে রাহুলের ৭৭ রানে ভর করে সুপার ওভারে খেলা গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরার বোলিংয়ে মাত্র ৬ রান তুলতে সক্ষম হয়।


জবাবে রোহিত এবং ডিকক ব্যাট করতে নেমে সামিরকে মোবাবেলা করে আবার সুপার ওভারে নিজেদের আটকে রাখে। নতুন নিয়মে আগের বোলারেরা আর বল করতে পারবে না। এমনকি আগের ব্যাটসম্যানেরাও ব্যাট করতে পারবে না।


এবার মুম্বাইয়ের পক্ষে ব্যাট হাতে পান্ডিয়া ও পোলাড মাঠে নামেন। জর্ডানের এক ওভারে পোলার্ড ছয়ে ভর করে স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড়ায় ১২ রান। জবাবে পাঞ্জাবের ক্রিস গেইল (৭) এবং মাইক আগার ওয়াল (৮) রানে এক বল বাকি থাকতেই জয় নিজেদের করে নেয়।


ম্যাচ সেরা : লকেশ রাহুল


সূত্রঃ আমাদের সময়