অবশেষে সুখবর পেলেন সুনীল নারাইন

ক্রিকেট দুনিয়া October 18, 2020 3,407
অবশেষে সুখবর পেলেন সুনীল নারাইন

অবশেষে সুসংবাদ পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন। সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে নারিনকে ক্লিনচিট দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাসপেক্ট বোলিং কমিটি। কলকাতা নাইট রাইডার্সের জন্যও স্বস্তির খবর।


গত ১০ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে ঐ ম্যাচের দুই আম্পায়ার। নিয়ম মেনে নারাইন বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট নথিভুক্ত করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী এবং ক্রিস গাফ্যানি। এর পরের ম্যাচ থেকে তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নেয়নি কেকেআর শিবির।


তবে এমন দুঃসংবাদের ৮ দিনের মাথায় সুখবর পেয়েছেন নারাইন। সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটি ছাড়পত্র দিয়েছে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে। ফলে তাঁর মাঠে নামতে কোনও অসুবিধা নেই।


ঐ কমিটি সবকিছু খতিয়ে দেখেছে যে নারাইনের বোলিং অ্যাকশন ফুটেজের সমস্ত দিক সাবধানতার সাথে পর্যালোচনা করেছে এবং সিদ্ধান্তে পৌঁছেছে যে কনুই-বাঁকটি অনুমোদিত সীমাতেই রয়েছে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪