আইপিএলে আজ(রবিবার) দিনের প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি দুই দলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। দুই দলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে ডেভিড ওয়ার্নারদের হারিয়েছিলেন দীনেশ কার্তিকরা। এবার হায়দরাবাদের কাছে মধুর বদলা নেওয়ার সুযোগ। আইপিএলে এখনও পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সাত বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ পাল্লা ভারী কেকেআরের।
গত ২৭ সেপ্টেম্বর আইপিএল ২০২০-তে প্রথমবার সাক্ষাত ঘটেছিল দুই দলের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচ সাত উইকেটে জিতেছিল কেকেআর। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দুই দল। ৯ উইকেটে ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ শেষ দুইবারের দেখায় লড়াইটা সমানে সমান হয়েছে।
এই ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবশেষ পাঁচ ম্যাচে উইকেটশূন্য থাকা কামিন্সকে এই ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। কিংবা আগের ম্যাচে অভিষিক্ত ক্রিস গ্রিনকেও বসিয়ে রাখতে পারে তারা। সুযোগ মিলতে পারে কিউই পেসার লকি ফার্গুসনের। হায়দরাবাদ একাদশে ১ টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রিয়ম জর্জের পরিবর্তে ফিরতে পারেন অভিষেক শর্মা।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, লকি ফার্গুসন/ক্রিস গ্রিন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা / বিরাট সিং, রশিদ খান, শাহবাজ নাদিম, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, টি নাটারাজন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪