কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক মরগান

ক্রিকেট দুনিয়া October 16, 2020 2,396
কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক মরগান

আইপিএলের মাঝ পথে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন দিনেশ কার্তিক। স্বেচ্ছায় মরগানের কাছে দায়িত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


এবারের আইপিএলে কলকাতার হয়ে মরগানের খেলার পরও দিনেশ কার্তিককে অধিনায়কত্ব দেওয়া নিয়ে সমালোচনায় পড়ে কেকেআর। আসরের অর্ধেকটা সময় দলকে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। যেখানে জয়ের চাইতে পরাজয়ের সংখ্যাটাই বেশি। ৭ ম্যাচেে ৪ টিতে জয় আর পরাজয় ৩ টিতে।


অধিনায়ক হিসেবে কার্তিক শুরুর দিকে বেশ কয়েকবার সমালোচনার শিকার হয়েছেন। তবে এসব কারণে নয় বরং নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক।


প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেনকি মাইসোর। ফলে আজই কেকেআরের নেতৃত্ব দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগানকে।


কেকেআরের সিইও ভেনকি মাইসোর বলেন, “আমরা ভাগ্যবান যে দিনেশ কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যে সবসময় দলকে আগে রেখেছিল। তাঁর মতো কারও পক্ষে এরকম সিদ্ধান্ত নিতে অনেক সাহস লাগে।


আমরা যখন তাঁর সিদ্ধান্তে অবাক হয়েছি, আমরা তার ইচ্ছাকে সম্মান করি। আমরা আরও ভাগ্যবান যে, ২০১২ বিশ্বকাপজয়ী অধিনায়ক, যিনি সহ অধিনায়ক ছিলেন, এগিয়ে যাওয়ার পক্ষে নেতৃত্ব দিতে ইচ্ছুক।


এই টুর্নামেন্ট চলাকালীন দিনেশ কার্তি এবং মরগান একসাথে উজ্জ্বলতার সাথে কাজ করেছেন এবং যদিও ইউন অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এটি কার্যকরভাবে একটি ভূমিকা পরিবর্তন এবং আমরা প্রত্যাশা করি যে এই পরিবর্তনটি নির্বিঘ্নে কাজ করবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪