বস কখনো স্নায়ুচাপে ভোগেনা: গেইল

ক্রিকেট দুনিয়া October 16, 2020 6,132
বস কখনো স্নায়ুচাপে ভোগেনা: গেইল

সাত মাস পর ব্যাটিং, টানা সাত ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর দলে সুযোগ। হয়ত খারাপ খেললেই বাদ পড়তে হতো গেইলকে। এমন অবস্থায় যে কোন ব্যাটসম্যানই খেলতে নেমে থাকবেন স্নায়ুচাপে। কিন্তু ক্রিস গেইল এক্ষেত্রে ভিন্ন। এক্ষেত্রে গেইলের সোজা জবাব, ‘ইউনিভার্স বস কখনো স্নায়ু চাপে থাকেনা’।


আইপিএলের নিলামেও অনিহা ছিল ৪১ বছর বয়সী ক্রিস গেইলের প্রতি। প্রথম দফায় দলে নিতে কেউই আগ্রহ দেখায়নি তাকে। দ্বিতীয় দফায় ভিত্তি মূল্যে তাকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। নিলামের মতো পাঞ্জাবের মুল একাদশে জায়গা পেতেও বেগ পেতে হয়েছে গেইলকে।


টানা ৭ ম্যাচ বসে থাকার পর অষ্টম ম্যাচে অবশেষে জায়গা পান গেইল। নিজের পছন্দের পজিশন ছেড়ে ওপেনিং থেকে ওয়ান ডাউনে নেমেও সেই স্বভাবসুলভ ব্যাটিং করেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। ৪৫ বলে পাঞ্জাবকে ম্যাচ জেতানো ৫৩ রানের ইনিংস উপহার দেন।


এই ম্যাচে তিন নম্বরে নেমে বেসামাল হওয়াও চলত না। শুরুতে তাই দেখেশুনে খেলেছেন, থিতু হতে সময় নিয়েছেন। যেসব ডট বল খেলেছেন তা পুষিয়েছেন বিশাল সব ছক্কায়।


ম্যাচ শেষে তার কাছে প্রশ্ন ছিল, নতুন ভূমিকায় দলে জায়গা ধরে রাখার স্নায়ুচাপে ভুগছেন কীনা, গেইল স্বভাব সুলভ ভঙ্গিতে উড়িয়েছেন এই প্রশ্ন, ‘স্নায়ুচাপ না। আরে এটা ইউনিভার্স বসের ব্যাটিং, কীভাবে আমি স্নায়ুচাপে ভুগব? উইকেটটা খুব সহজ ছিল না। খুবই মন্থর ছিল। কিন্তু পরে ব্যাট করতে অসুবিধা হয়নি। দল আমাকে ৩ নম্বরে পাঠিয়েছে, এটা ব্যাপার না। ওপেনাররা যেহেতু টুর্নামেন্ট জুড়েই ভাল করছে তাই তাদের বিচ্ছিন্ন করতে চাইনি আমরা।’


ফিফটির পর ব্যাটের পেছনে টোকা মেরে উদযাপন করেছেন। জানালেন নতুন ভূমিকাতেও অবদান রাখতে পারার স্বস্তির জন্যই এই ইঙ্গিত তার, ‘যেটা বললাম, আমার একটা ভূমিকা ছিল, সেটা পালন করেছি। আমার ওই নামের প্রতি কিছুটা সুবিচার করা দরকার ছিল (নিজের ব্যাটে ইউনিভার্স বস লেখার দিকে ইঙ্গিত করে)।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪