ইমরান তাহিরের যে টুইট হৃদয় কাড়ল গোটা বিশ্বের

ক্রিকেট দুনিয়া October 16, 2020 4,049
ইমরান তাহিরের যে টুইট হৃদয় কাড়ল গোটা বিশ্বের

প্রতিবার আইপিএলে বল হাতে কারিশমা দেখালেও এবারের আইপিএলটা পানি টেনেই কেটে যাচ্ছে চেন্নাই সুপার কিংস তারকা ইমরান তাহিরের। তবে এ নিয়ে মোটেও হতাশ বা বিরক্ত নন টি-টোয়েন্টি অন্যতম কার্যকরী এই লিগ স্পিনার। ৪১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকার টুইটেই তা পরিষ্কার।


সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু তাহিরকে এখনো মাঠে নামানো হয়নি। ৮ ম্যাচে মাত্র তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অবশ্য প্লে-অফের আসা জিইয়ে রেখেছে গত বারের রানার্সআপরা।


আরব আমিরাতের স্লো-উইকেটে তাহিরের মতো লেগ স্পিনারকে কেন চেন্নাই শুরু থেকে খেলায়নি সেনিয়ে অবশ্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে নেওয়া হয়েছিল গতবারের মতো এবারো অভিজ্ঞ স্পিনারকে সব ম্যাচেই খেলাবে চেন্নাই। অনেক মনে করেছিলেন দলবদলের সময় অন্য দলে চলে যেতে পারেন তাহির। কিন্তু তা হয়নি।


তবে তাকে মাঠে পানি টানতে দেখে হতাশ তার ভক্তরা। যা নিয়ে ইমরান তাহির টুইট করেছেন। যেখানে লিখেছেন, ‘যখন আমি খেলতাম তখন অনেক যোগ্য লোক আমার জন্য মাঠে পানি বয়ে নিয়ে যেত। এখন ওদের ফিরিয়ে দিচ্ছি সেটাই। এখন আমি বেঞ্চে, তাই মাঠে অন্যদের জন্য আমার পানি বয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। ’


তিনি আরো লিখেন, ‘এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি খেলছি কি খেলছি না সেটা বড় কথা নয়, দল জেতার বিষয়টাই হল আসল। আমি যদি খেলার সুযোগ পাই দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব। ’


তাহিরের এই টুইটে মন ছুঁয়ে গেছে ভক্তদের। অনেকেই বলছেন এর মধ্যে দিয়েই তাহির স্পোর্টসম্যান স্পিরিটের পাশাপাশি চেন্নাইয়ের জন্য তার ভালোবাসা যে অটুট তা বুঝিয়ে দিয়েছেন। -স্পোর্টসজোন২৪