ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!

ক্রিকেট দুনিয়া October 15, 2020 5,398
ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!

জাতীয় দলের অন্যতম রেকর্ডের বরপুত্র স্পিনার আব্দুর রাজ্জাক এবার জাতীয় দলের নির্বাচক হবার দৌড়ে সবার থেকে এড়িয়ে আছেন। এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বা ঘরোয়া কোন ক্রিকেটকেই বিদায় জানাননি রাজ্জাক।


১৩৭ টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি এই স্পিনারের উইকেট রেকর্ড সংখ্যক ৬৩৪ টি যা বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে। এবার মাঠ থেকে জাতীয় দলের নির্বাচক হবার সুযোগ তার সামনে।


দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। তবে এবার ক্রিকেটারদের উপর নজর বাড়াতে আরো এক জন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। যেখানে দৌড়ে সবার উপরে আছেন আব্দুর রাজ্জাক।


আব্দুর রাজ্জাক ছাড়াও জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেতে আলোচনায় আছেন শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবাল। কবে এই ৩ জনের মধ্যে এগিয়ে আছেন আব্দুর রাজ্জাক, কারণ বিসিবির প্রথম পছন্দ সাবেক এই বাঁহাতি স্পিনারই।


তবে এক্ষেত্রে সবধরণের ক্রিকেট ছাড়তে হবে রাজ্জাককে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে রাজ্জাক ও শাহরিয়ারের নাম বেশি এসেছে, তাদের থেকেই একজন হবে হয়তো।


উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে রাজ্জাকের শিকার ১৪ টেস্টে ২৮, ওয়ানডেতে ১৫৩ ম্যাচে ২০৭ ও টি-টোয়েন্টি ৩৪ ম্যাচে ৪৩ উইকেট।


সূত্রঃ আমাদের সময়