মুখোমুখি ডি ভিলিয়ার্স-গেইল, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 15, 2020 2,960
মুখোমুখি ডি ভিলিয়ার্স-গেইল, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি ক্রিস গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব ও এবি ডি ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।


এদিকে দুই দলই নিজেদের মধ্যে এই আসরে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। আগের ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে ৯৭ রানে জয়ী হয়েছিল পাঞ্জাব। আর এই একটি জয়তে থামতে হয়ছে রাহুলের নেতৃত্বাধীন দলের। তাই ১ জয় নিয়ে সবার তলানিতে আছে তারা। এই ম্যাচ হারালেই বিদায় বলতে হবে এবারের আসরকে।


এছাড়া আগে মোট ৫টি ম্যাচে জয়ী হয়েছে ব্যাঙ্গালোর। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। আজ জিততে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসবে কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালোর।


এদিকে এত দিনে বোধহয় আক্ষেপ মিটতে চলেছে আইপিএলের দর্শকদের। সব কিছুই হচ্ছে। কিন্তু গেইল ঝড় যে উঠছে না। অবশেষে সেই আক্ষেপ মিটতে চলেছে। আজ বিারাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে মাঠে নামছেন ক্রিস গেইল। পাঞ্জাব শিবির থেকেই চূড়ান্ত করা হয়েছে এই খবর।


রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য সেরা একাদশ: দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, উসুরু উদানা, নভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।


কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য সেরা একাদশ:

ক্রিস গেইল, কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, প্রভসীমরণ সিং (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়াল, মুজিব উর রহমান, রবি বিষ্ণোই, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং।


সূত্রঃ স্পোর্টসজোন২৪