পুরোনো দলের বিপক্ষে আজ মাঠে ফিরছেন গেইল

ক্রিকেট দুনিয়া October 15, 2020 4,065
পুরোনো দলের বিপক্ষে আজ মাঠে ফিরছেন গেইল

কঠিন এক ভগ্ন দশায় ক্রিস্টোফার হেনরি গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আইপিএলে গেইল এখনও পর্যন্ত খেলতে পারেন নি একটি ম্যাচও। অসুস্থ হওয়ায় দিন কয়েক হাসপাতালে থেকে ফিরেছেন তিনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পুরনো দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষেই আজ ফিরবেন গেইল।


বিষটি গেইল নিজেই জানিয়েছেন। বুধবার পঞ্জাবের টুইট করা এক ভিডিও বার্তায় গেইল বলেন, ‘‘অপেক্ষার অবসান হতে চলেছে। ফেরার জন্য প্রস্তুত ইউনিভার্স বস।’’ ক্যারিবিয়ান ওপেনার আরও বলেন, ‘‘আমি জানি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আমার জন্য। সব ভক্তদের বলছি, যদি বড় ধরনের কোনও অঘটন না ঘটে ইউনিভার্স বসের, তা হলে অপেক্ষা শেষ হতে চলেছে।’’


এবছর ৭ টি ম্যাচের ৬ টিতেই হেরেছে ক্রিস গেইলের দল। ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে পাঞ্জাব। অন্যদিকে বেশ শক্ত অবস্থানে ভিরাট কোহলির আরসিবি। এবিডি ভিলিয়ার্স-কোহলির দুর্দান্ত ফর্মের সাথে সাথে ফর্মে ফরেছে আরসিবিও।


তবে পাঞ্জাবের আইপিএল এখনই শেষ হয়ে যায়নি। সবগুলো ম্যাচ জিতলে এখনও রয়েছে সুযোগ। সেটিই বিশ্বাস করেন ক্রিস গেইল। আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে পঞ্জাবকে এখন আর হারলে চলবে না।


গেইল বলেন, ‘‘আমি জানি, আমরা পয়েন্ট, তালিকার একেবারে শেষে আছি। তবুও বিশ্বাস করি, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। সাতটা ম্যাচ বাকি আছে। আমি মনে করি, সব গুলোতেই জিততে পারি আমরা।’’


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি