রাজস্থানকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

ক্রিকেট দুনিয়া October 15, 2020 2,396
রাজস্থানকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

আইপিএলে আজ (১৪ অক্টোবর) নিজেদের অষ্টম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়ে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আবারো সবার শীর্ষস্থান দখল করেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় এখন ৮ ম্যাচে মাত্র ৩ জয় পাওয়া রাজস্থান রয়্যালস।


এদিন আগে ব্যাটিংয়ে নেমে ধাওয়ান – আইয়ারের ফিফটির উপর ভর করে রাজস্থান রয়্যালসকে ১৬২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। জবাবে ৮ উইকেটে ১৪৮ রান করতে সক্ষম হয় রাজস্থান।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি রাজস্থানের। দুই ওপেনার বাটলার – স্টোকস ৩৭ রানের জুটি গড়েন। ৯ বলে ২২ রান করে বাটলার ফিরলে ভাঙে সেই জুটি।


বাটলারের বিদায়ের পর এদিনও ব্যর্থ হন স্মিথ – স্যামসন। তবে দারুন ব্যাটিংয়ে আরেক ওপেনার বেন স্টোকস ৩৫ বলে খেলেন ৪১ রানের ইনিংস। তার বিদায়ের পর ভাঙন ধরে রাজস্থানে।


শেষ ওভারে জিততে ২২ রান প্রয়োজন হলে স্ট্রাইকে থেকেও এবার দলকে জেতাতে পারেননি রাহুল তেওয়াটিয়া। তুষার দেশপান্ডের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭ রান নিতে সক্ষম হয় তারা। ফলে ১৪৮ রানেই থামে রাজস্থানের ইনিংস।


দুবাইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার পৃথ্বী শ কে হারায় দিল্লি। দ্রুতই ফেরেন রাহানেও। ফলে বিপদে পড়ে যায় দিল্লি। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আয়ারের সাথে দারুণ জুটি গড়েন ওপেনার শেখর ধাওয়ান। দলের চাপ সামলানোর সাথে রানের গতিও চোখে পড়ার মতো।


দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে ফিফটি পূরণ করেন ধাওয়ান। যদিও এরপর বেশিক্ষণ থাকতে পারেননি। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৭ রান করে ফেরেন ধাওয়ান। অপরদিকে অধিনায়ক শ্রেয়স আয়ার ৪০ বলে ফিফটি করে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। এই দুজনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে দিল্লি।


সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লি ক্যাপিটালস: ১৬১/৭(২০)

ধাওয়ান ৫৭(৩৩), আইয়ার ৫৩(৪৩)

আর্চার ৩/১৯, উনাদকাত ২/৩২।


রাজস্থান রয়্যালস: ১৪৮/৮(২০)

স্টোকস ৪১(৩৫), উথাপ্পা ৩২(২৭)

নর্টজি ২/৩৩, দেশপান্ডে ২/৩৭


সূত্রঃ স্পোর্টসজোন২৪