আজ আইপিএলের ২৯ তম ম্যাচ দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৮ঃ০০ থেকে অনুষ্ঠিত হবে। আজ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সাথে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের।
চেন্নাই এখনো পর্যন্ত ৭ টি ম্যাচ খেলেছে এবং তারা মাত্র ২ টিতে জয়লাভ করেছে, এবং হায়দ্রাবাদ ৭টি ম্যাচ খেলে ৩টিতে জয়লাভ করেছে। আজকের ম্যাচ হারলেই কার্যত এবারের আইপিএলের টপ ফোরে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে চেন্নাইয়ের।
এই আইপিএলে এই পিচে রান তাড়া করে জয়লাভ করেছে দুবার, সুতরাং টস যে এই মাঠে একটি বড় ফ্যাক্টর তা মনে করছেন বিশেষজ্ঞরা। দেখে নিন আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ –
সানরাইজার্স হায়দ্রাবাদ – ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়াম গার্গ, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নাটারাজন, খলিল আহমেদ।
চেন্নাই সুপার কিংস – শেন ওয়াটসন, এন জগদীশন, ফাফ ডু প্লেসিস, অম্বাতি রায়ডু, স্যাম কুরান, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, দীপক চাহার, কর্ণ শর্মা, শার্দূল ঠাকুর।
সূত্রঃ Independent24