পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

ক্রিকেট দুনিয়া October 12, 2020 1,404
পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। রোববার (১১ অক্টোবর) এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


দু’দেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। এরপর দ্বিতীয় ওয়ানডে ১ নভেম্বর এবং সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৩ নভেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।


৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর আর ১০ নভেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে লাহোরে।


পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচই স্বাস্থ্যবিধি মেনে জৈব-সুরক্ষিত পরিবেশে অনুষ্ঠিত হবে। - সময় টিভি