দিল্লিকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

ক্রিকেট দুনিয়া October 12, 2020 1,064
দিল্লিকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

শেখ জায়েদ স্টেডিয়ামে ১১ অক্টোবর আইপিএলের ২৭ তম ম্যাচে রোহিত শর্মার মুম্বাই দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থান পুনরায় দখল করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান করে দিল্লি। জবাবে বল ২ আগেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় মুম্বাই।


লক্ষ্য তাড়ায় শুরুতেই এদিনও রোহিতের উইকেট হারায় মুম্বাই। তবে আরেক ওপেনার ডি কক দারুণ ব্যাটিংয়ে ৩৬ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেন।


তার সাথে জুটি বেঁধে ফিফটি করেন সূর্যকুমার যাদবও। ৩২ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। এই দুই ব্যাটসম্যান আউট হলেও জয়ের সমীকরণটা সহজ হয়ে যায় মুম্বাইয়ের জন্য। যেকারণে ২ বল আগেই ৫ উইকেটের জয় তুলে নেই রোহিতের দল।


বুমরাহ-প্যাটিনসন-বোল্টের পেস আক্রমনের সাথে, রাহুল-ক্রুণালের স্পিন জুটিতে ভর করে দিল্লিকে ১৬২/৪ রানে বেঁধে রাখে মুম্বই।

৩৬ বলে ৫৩ রান করে ডি কক ম্যাচ সেরা নির্বাচিত হয়।


সূত্রঃ আমাদের সময়