রাতে মাঠে নামছে ধোনি-কোহলি; দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 10, 2020 1,241
রাতে মাঠে নামছে ধোনি-কোহলি; দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস ও কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াচ্ছে জমজমাট এই ম্যাচ।


ব্যাঙ্গালোর আগে মোট তিনটে ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু তাদের। সেই ম্যাচে পঞ্জাবকে হারিয়ে ১০ রানে জয়ী হয়েছিল তারা। তার পরে পরপর দুটি ম্যাচের একটিতে মুম্বাইকে হারায় ও অন্যটিতে রাজস্থানকে হারিয়ে জয়ী হয়েছিল তারা।


অন্যদিকে ধোনির দলকে সবাই শক্তিশালী দল বলেই জানে। তবে এবার এখনও তেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ধোনির দল। আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে তারা। প্রথম ম্যাচে মুম্বাইকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হয় তারা। আর একটি ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে ১০ উইকেটে জয়ী হয়েছিল চেন্নাই। তাই দুই দলই এখন প্রায় সমানে সমানে।


চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, অম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, স্যাম কুরান, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শারদুল ঠাকুর, কর্ণ শর্মা।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য সেরা একাদশ: অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস মরিস, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ইসুর উদানা/অ্যাডাম জামপা, গুরকিরাত সিং মান/মোহাম্মদ সিরাজ, নবদীপ সায়নী, যুজবেন্দ্র চাহাল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪