আজ মুখোমুখি রাজস্থান-দিল্লি, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 9, 2020 1,705
আজ মুখোমুখি রাজস্থান-দিল্লি, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।


প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ ম্যাচ জিতে দুরন্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। লিগ টেবিলে রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে থাকলেও, প্রথম স্থানে থাকা মুম্বাইয়ের থেকে এক ম্যাচ কম খেলেছে শ্রেয়স আইয়রের দল। এবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার বিষয়েও আত্মবিশ্বাসী কোচ রিকি পন্টিংয়ের দল।


অপরদিকে শারজয়া নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতলেও, পরপর তিনটি ম্যাচ হেরে যথেষ্ট চাপে রয়েছে অধিনায়ক স্টিভ স্মিথের দল। একটা প্লাস পয়েন্ট দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ হতে চলেছে শারজার ছোট মাঠে।


এই মাঠে প্রথম দুই ম্যাচে দুরন্ত ছন্দে দুটি ম্যাচ জিতেছি রাজস্থান। তবে দলের ধারাবাহিকতার অভাব নিয়ে চিন্তিত রয়েছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট।


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ:

জোস বাটলার (উইকেটরক্ষক), যশশ্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, টম কারান, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগী।


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, কাগিসো রাবাডা, আনরিচ নোরকিয়া।


সূত্রঃ স্পোর্টসজোন২৪