চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরলো কলকাতা

ক্রিকেট দুনিয়া October 8, 2020 2,138
চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরলো কলকাতা

চেন্নাই সুপার কিংস ১৬৮ রানের লক্ষ্যে মাঠে নেমে শেন ওয়াটসনের ৫০ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানের সহযোগীতা না পেলে ৫ উইকেটে ১৫৭ রানেই থেমে যায়।


শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৬ রান। জাদেজা দুই চার ও এক ছয়ে ১৪ রানই তুলতে সক্ষম হয়। পয়েন্ট টেবিলে ধোনীর টিম ৫ নম্বরে অবস্থান করছে। আর কলকাতা এই জয়ে ৪ খেলায় ২ জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে আসলো।


এর আগে প্রথমে টসে জিতে রাহুল তৃপাটির ৫১ বলে ৮১ রানে ভর করে কলকাতা সংগ্রহ করে ১৬৭ রান। চেন্নাই সুপার কিংসের টাইট বোলিংয়ে লক্ষ্য খুব বেশি বড় করতে পারেনি কলকাতা।


নিজের জন্মদিনে ব্রাভো ৩ উইকেট নিজের নামে করে নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২১তম ম্যাচে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচ সেরা : রাহুল তৃপাটি।


সংক্ষিপ্ত স্কোরঃ


কলকাতা নাইট রাইডার্স ১৬৭/১০ (রাহুল ত্রিপাঠী ৮১, শুভমান গিল ১১, সুনিল নারাইন ১৭, দিনেশ কার্তিক ১২, প্যাট কামিন্স ১৭, ডোয়াইন ব্রাভো ৩/৩৭, কর্ন শর্মা ২/২৫, স্যাম কারেন ২/২৬, শারদুল ঠাকুর ২/২৮)।


চেন্নাই সুপার কিংস ১৫৭/৫ (শেন ওয়াটসন ৫০, ফাফ ডু প্লেসিস ১৭, আম্বাতি রায়ডু ৩০, স্যাম কারেন ১৭, রবিন্দ্র জাদেজা ২১*, আন্দ্রে রাসেল ১/১৮, কমলেশ নাগারকোটি ১/২১, বরুণ চক্রবর্তী ১/২৮)।


সূত্রঃ আমাদের সময়। ডেইলি স্পোর্টস বিডি