আইপিএলে আর খেলা হচ্ছে না ভুবনেশ্বরের

ক্রিকেট দুনিয়া October 6, 2020 1,232
আইপিএলে আর খেলা হচ্ছে না ভুবনেশ্বরের

সাইড স্ট্রেইন ও হ্যামস্ট্রিংয়ের কারণে গত বছরের অধিকাংশ সময় মাঠের বাইরে কেটেছে ভুবনেশ্বর কুমারের। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে ছিলেন না ভারতের এই সিনিয়র পেসার।


সম্প্রতি আইপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু চার ম্যাচ খেলে আবারও ছিটকে গেলেন প্রায় দুই মাসের জন্য। তাতে অস্ট্রেলিয়া সফরেও তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯তম ওভারে বল করার সময় চোট পান ভুবনেশ্বর। একটি বল করার পরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই’র একজন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘ঊরুর মাংসপেশীর ইনজুরি নিয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার।


এটা সম্ভবত ২ কিংবা ৩ গ্রেডের ইনজুরি, মানে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। হয়তো ভারতের অস্ট্রেলিয়া সফর থেকেও তাকে ছিটকে দিলো এই চোট।’


এই আইপিলে শোভনীয় ফর্মে ছিলেন ভুবনেশ্বর। চার ম্যাচে তিন উইকেট নিয়ে ইকোনমি রেট ছিল সাতেরও কম। তার চোট বিপদে ফেললো অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে, যিনি একজন মানসম্মত ডেথ বোলার খুঁজছেন।


ভুবনেশ্বর আইপিএল থেকে ছিটকে গেলেও এর আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতেই থেকে যাচ্ছেন। কারণ ভারতীয় দলের ফিজিও নিতিন প্যাটেল বিসিসিআইর মেডিক্যাল টিমের অংশ হিসেবে সেখানে রয়েছেন।


কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ভুবনেশ্বরের পুনর্বাসন হবে পুরোপুরি বিসিসিআই’র অধীনে। এই পেসারকে অস্ট্রেলিয়া সফরের আগেই সুস্থ করে তোলার লক্ষ্য বোর্ডের। - পিটিআই, আমাদের সময়