আজ মুখোমুখি রাজস্থান-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 6, 2020 2,040
আজ মুখোমুখি রাজস্থান-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

টানা হারের পর আজ (৬ অক্টোবর) রাতে ছন্দে ফেরার মিশনে আইপিএলের ২০তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। আবু ধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।


এদিকে সম্পূর্ণ উল্টো চিত্র মুম্বাইয়ের ক্ষেত্রে। চেন্নাইয়ের বিপক্ষে হার দিয়ে নতুন মৌসুম শুরু করে গেল আসরের চ্যাম্পিয়নরা। তবে পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। নিজেদের শেষ দুই ম্যাচের দুইটিতেই জিতেছে মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা।


এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে রোহিত শর্মার দল। ৩ জয় এবং ২ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে টুর্নামেন্টের সর্বোচ্চ চার বারের শিরোপাজয়ীরা।


জয়ের ধারায় থাকায় একাদশে কোন পরিবর্তন আনার সম্ভাবনা নেই মুম্বাইয়ের। তবে পরিবর্তন আসতে পারে রাজস্থানের শিবিরে। রবিন উথাপ্পা অফ ফর্মে থাকায় তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।


বাদ পড়তে পারেন রিয়ান পরাগও। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন অঙ্কিত রাজপুত। এবারের আসরে জেতা ম্যাচগুলোতে আধিপত্য করেছে বোলারদের কল্যাণে, কম যাননি ব্যাটসম্যানরাও। আর রাজস্থানের হয়ে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। তাই তো আজকের ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের পাশাপাশি স্পটলাইটে থাকবেন মুম্বাইয়ের বোলাররা।


মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ (সম্ভাব্য) : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুর্য্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার এবং জসপ্রিত বুমরাহ।


রাজস্থান রয়্যালসের একাদশ (সম্ভাব্য) : জস বাটলার (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, রাহুল তেওয়াতিয়া, মাহিপাল লোমরোর, টম কুরান, অঙ্কিত রাজপুত, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল এবং জয়দেব উনাদকাদ।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি