এবার মানকাড না করে আলোচনায় অশ্বিন

ক্রিকেট দুনিয়া October 6, 2020 2,433
এবার মানকাড না করে আলোচনায় অশ্বিন

গত আইপিএলে জস বাটলারকে মানকাড করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিন এবার দল বদলে দিল্লি ক্যাপিটালসে। ১৩তম আইপিএল শুরুর আগেই দিল্লির কোচ রিকি পন্টিং কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন- এবার মানকাড করা চলবে না।


অশ্বিনও অবশ্য পন্টিংয়ের সাথে আলোচনায় বসেছিলেন, যা হয়ে উঠেছিল ক্রিকেট বিশ্বের আলোচনার খোরাকও। তবে শেষপর্যন্ত অশ্বিন পন্টিংয়ের কথা শুনেছেন। আইপিএলের ১৯তম ম্যাচে মানকাডের সুযোগ পেয়েও তা কাজে লাগাননি ভারতীয় অলরাউন্ডার।


সোমবার (৫ অক্টোবর) মুখোমুখি হয়েছিল অশ্বিনের দল দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অশ্বিন ব্যাঙ্গালোরের ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন। ওভারের চতুর্থ বলে অ্যারন ফিঞ্চ সীমানা ছেড়ে অনেকটাই বেরিয়ে যান। তবে অশ্বিন মানকাড না করে ফিঞ্চকে শুধু সতর্ক করেন।


এর পরপরই অশ্বিন ফের হয়ে ওঠেন ক্রিকেট দুনিয়ার আলোচনার পাত্র, তবে এবার মানকাড ‘না করে’! সম্প্রচারের কাজে থাকা ব্যক্তিরাও বোধহয় ঘটনার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। অশ্বিন মানকাড করেননি- বিষয়টি বুঝতে পেরে ফিঞ্চ দ্রুত নন-স্ট্রাইকিং প্রান্তের সীমানায় ঢুকে পড়েন। এরপরই টিভি পর্দায় দেখানো হয় দিল্লির কোচ পন্টিংকে।


সূত্রঃ বিডিক্রিকটাইম