আইপিএলে চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ ডুপ্লেসি-ওয়াটসনের

ক্রিকেট দুনিয়া October 5, 2020 1,473
আইপিএলে চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ ডুপ্লেসি-ওয়াটসনের

আইপিএলের ইতিহাসে চতুর্থ এবং ২০২০ আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়লেন শেন ওয়াটসন ও ফ্যাফ ডু’প্লেসিস৷ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ড ওপেনিং জুটির পার্টনারশিপে ভর করে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস৷


প্রথম চারটি ম্যাচে ওপেনিং জুটি ক্লিক করেনি সুপার কিংসের৷ আগের ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন করেও সাফল্য আসেনি৷ কিন্তু পঞ্চম ম্যাচে সাফল্য এল৷ শুধু সাফল্য নয়, ওপেনারদের ব্যাটেই প্রতিপক্ষক্ষকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল ধোনির চেন্নাই সুপার কিংস৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করে ১৭.৪ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় সুপার কিংস৷ ওপেনিং জুটিতে অবিভক্ত ১৮১ রান তোলে ওয়াটসন ও ডু’প্লেসিস৷


২০২০ আইপিএলে ওয়াটসন ও ডু’প্লেসির জুটির এই ওপেনিং পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ৷ এর আগে ২০২০ আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল৷ আর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটির পার্টনারশিপের রেকর্ড ভাঙার সুযোগ হল না ওয়াটসন-ডু’প্লেসির৷ টার্গেট আর একটু বেশি হলে হয়তো সেই রেকর্ডও এদিন করে ফেলেন ওয়াটসন-ডু’প্লেসি৷


আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটির পার্টনারশিপের রেকর্ড এখনও সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের৷ গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৮৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন বেয়ারস্টো ও ওয়ার্নার৷ দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির পার্টনারশিপের রেকর্ড রয়েছে কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর ও ক্রিস লিনের দখলে৷ ২০১৭ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১৮৪ রানের অবিভক্ত পার্টনারশিপ গড়েছিলেন গম্ভীর ও লিন৷ আর আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির পার্টনারশিপের রেকর্ড রাহুল ও ময়াঙ্কের দখলে৷ চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন কিংস ইলেভেনের এই ওপেনাররা৷


(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এআইএ)