প্রস্তুতি ম্যাচের দলে ফিরলেন তামিম, দেখে নিন স্কোয়াড

ক্রিকেট দুনিয়া October 4, 2020 1,511
প্রস্তুতি ম্যাচের দলে ফিরলেন তামিম, দেখে নিন স্কোয়াড

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ওটিস গিবসন একাদশ ও রায়ান কুক একাদশ, প্রথম ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে দলে ফিরেছেন তামিম ইকবাল।


দুইদিনের এই প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওটিস গিবসন একাদশের স্কোয়াড অপরিবর্তিত আছে। তবে রায়ান কুক একাদশে যুক্ত হয়েছেন তামিম ইকবাল, আগের ম্যাচে ১১ জন নিয়ে স্কোয়াড গড়েছিলো তারা।


ম্যাচ শুরু হবে সকাল ৯ টা ৩০ মিনিটে। তৃতীয় লাল বলের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না, তার পরিবর্তে ৩ দলের ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এর জন্য জাতীয় দলের এই ক্যাম্পে এইচপি দলের ক্রিকেটারদেরও ডেকে পাঠানো হয়েছে, সিরিজটি মাঠে গড়াতে পারে ১১ অক্টোবর থেকে।


দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াডঃ


ওটিস গিবসন একাদশ – সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।


রায়ান কুক একাদশ – তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল-আমিন হোসেন।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি