সাকিবের কাছ থেকে শেখার সুযোগ আছে আমারঃ ডমিঙ্গো

ক্রিকেট দুনিয়া October 4, 2020 2,233
সাকিবের কাছ থেকে শেখার সুযোগ আছে আমারঃ ডমিঙ্গো

সাকিব আল হাসানকে নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বলা যায়। অনেকেই মনে করেন তিনি একাই দুজন ক্রিকেটারের সমান। ওয়ানডেতে এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তালিকায় নিজেকে জায়গা করে নিয়েছেন সাকিব।


আর এমন ক্রিকেটারদের থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাইবেন যে কোন ক্রিকেটার। কিন্তু যদি কোন কোচ মনে করেন সাকিব থেকে তার শেখার আছে, তাহলে সাকিবকে নিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন পরে না। এই যেমন বর্তমান টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, “কোচ হিসেবেও সাকিবের কাছ থেকে শেখার সুযোগ আছে”!


নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব অধিনায়কের দায়িত্ব না পেলেও দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে সাকিবের ভূমিকা কতটা দেখেন ডমিঙ্গো? অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার বলেন, “অনেক দেখি।


দলের সিনিয়র ক্রিকেটারদের একজন সে। অধিনায়ক না থাকার সময়ও পারফরম্যান্স দিয়ে সে দলকে একরকম নেতৃত্ব দেয় এবং ছেলেরা তার দিকে তাকিয়ে থাকে। নেতৃত্বের দিক থেকে তাই দলে বিশাল ভূমিকা রাখতে হবে তাকে।”


“সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। ম্যাচে তাকে দেখে, ট্রেনিং থেকে ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এমনকি কোচ হিসেবেও তার কাছ থেকে শেখার সুযোগ আছে আমার।


আশা করি, সে নিজেও কোচিং স্টাফদের কাছ থেকে অনেক শিখবে। বরাবরই সে দলের নেতাদের একজন। ফেরার পরও তা বদলানোর সম্ভাবনা দেখি না। অধিনায়ক না হলেও সে নেতা হয়েই থাকবে।”– যোগ করেন তিনি। - স্পোর্টসজোন২৪