ত্রয়োদশ আইপিএলে চারটি ম্যাচ খেলে দুইটিতেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দলের শেষ ম্যাচের পরাজয় মেনে নিতে পারছেন না কেকেআরের সমর্থকরা। বিশেষ করে অধিনায়ক দীনেশ কার্তিকের উপর ক্ষিপ্ত হয়ে টুইটারে সমালোচনায় মুখর বাঙালি দলটির ভক্ত-সমর্থকরা।
ফর্মে থাকা ইয়ন মরগানকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে রাখা আর অফ-ফর্ম সত্ত্বেও সুনীল নারাইনকে ব্যাটিং উদ্বোধনীতে পাঠানোর পাশাপাশি কলকাতার অধিনায়ক নিজের ব্যাটিংয়ের কারণেও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন।
একইসাথে কাঠগড়ায় কার্তিকের অধিনায়কত্বও। অনেকেই তাই কার্তিকের অধিনায়কের আর্মব্যান্ড কেড়ে নিয়ে মরগানকে দেওয়ার দাবি জানাচ্ছেন।
সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ২২৮ রানের জবাবে কলকাতা ২১০ রান জড়ো করে। অনেকেই মনে করছেন, ব্যাটিং অর্ডার ঠিকমত সাজাতে পারলে হাই স্কোরিং এই ম্যাচও জিততে পারত কলকাতা। পাঁচ নম্বরে নেমে ৮ বলে মাত্র ৬ রান করে আউট হওয়া কার্তিক ব্যাট হাতে নেমেছিলেন মরগানেরও আগে।
যদিও ১৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলা মরগান দলকে প্রায় জয় এনে দিচ্ছিলেন। প্যাট কামিন্সকে পরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও ভালো ঠেকেনি ভক্তদের।
স্বভাবতই কার্তিকের এমন সিদ্ধান্ত আর এমন ব্যাটিং দৃষ্টিকটু ঠেকছে সমর্থকদের কাছে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের বড় অংশ তাই কার্তিককে নেতৃত্ব থেকে হটানোর দাবিও জোরালো করছেন।
সূত্রঃ বিডিক্রিকটাইম