বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরই মধ্যে দুই সন্তানের জনক হয়েছেন তিনি। সম্প্রতি বড় মেয়ে আলায়না হাসান অব্রি ও ছোট মেয়ে ইররাম হাসানের একটি ছবি পোস্ট করেছেন টাইগার অলরাউন্ডার।
সাকিবের পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট বোন ইররামকে কোলে নিয়ে তাকিয়ে আছে অব্রি। ক্যাপশনে তিনি লিখেছেন, বোনের ভালোবাসা।
এর আগেও বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে ছোট বোনকে অনেক আদর করে অব্রি। বলা যায় বয়সে ছোট হলেও ঠিকই ইররামকে বড় বোনের মতো আগলে রাখে সে। সেই জিনিসই আরো একবার তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
শ্রীলংকা সিরিজকে সামনে রেখে সেপ্টেম্বরের শুরুতে দেশে এসেছিলেন সাকিব। তবে এই সফর স্থগিত হওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন তিনি। - ডেইলি বাংলাদেশ