অবশেষে রাজস্থান শিবিরে যোগ দিচ্ছেন স্টোকস

ক্রিকেট দুনিয়া October 3, 2020 18,256
অবশেষে রাজস্থান শিবিরে যোগ দিচ্ছেন স্টোকস

শেষ পর্যন্ত পারিবারিক সমস্যা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। শনিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন এ অলরাউন্ডার।


এতদিন রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা ক্রিকেটার বেন স্টোকসকে ছাড়াই মাঠে নেমেছিল স্টিভ স্মিথরা। ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজে যে পারফর্ম করেছেন তাতে তার প্রতি বেশিই চাওয়া থাকবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির। তবে পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এ ইংলিশ অলরাউন্ডার।


তবে আজই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন স্টোকস। আইপিএল গভর্নিং বডির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের এক গণমাধ্যম ‘এএনআই’ এর কাছে। তিনি জানান, বাকিদের মতো তাকেও আইপিএলের নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন পর্ব শেষ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন স্টোকস।


“স্টোকস আজ রাতেই আসছে এবং নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। ক’রোনা সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন হলেই দলের বাকি সদস্যদেরও সঙ্গে যোগ দিতে পারবেন স্টোকস।”


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন নিউজিল্যান্ডে পাড়ি জমান স্টোকস। মূলত বাবা অসুস্থ থাকায় নিউজিল্যান্ডে যেতে হয় এ ইংলিশ অলরাউন্ডারকে। যার কারণে খেলতে পারেননি সিরিজের বাকি দুই টেস্ট। - বিডিক্রিকটাইম