ফিরতে হলে মাহমুদউল্লাহকে ভালো পারফরম্যান্স করতে হবেঃ ডমিঙ্গো

ক্রিকেট দুনিয়া October 3, 2020 1,029
ফিরতে হলে মাহমুদউল্লাহকে ভালো পারফরম্যান্স করতে হবেঃ ডমিঙ্গো

গত বছরের শুরুতেও টেস্টে বাংলাদেশের হয়ে টস করেছেন মাহমুদউল্লাহ। সেই তিনিই এখন টেস্টের জগত থেকে বহু ক্রোশ দূরে। জায়গা হারিয়েছেন বাংলাদেশ টেস্ট দল থেকে। বিসিবির সাদা বলের চুক্তিতে থাকলেও ঠাঁই হয়নি সাদা পোশাকের চুক্তিতে। টেস্টের আঙিনায় ফেরা এখন তার জন্য ভীষণ কঠিন। সামনের পথটাও অজানা।


তবে হাল ছাড়তে তিনি নারাজ। লকডাউনে নিজেকে পরিবর্তন করার চেষ্টায় করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ওজন কমিয়েছেন ৫ থেকে ৬ কেজি। আর গতকাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে মোটামুটি ভালোই খেলেছিলেন তিনি। যা নজরে পড়েছে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর। তবে তিনি জানিয়ে দিয়েছেন টেস্টে ফিরতে পারফরম্যান্সের বিকল্প নেই ।


গতকাল গণমাধ্যমকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যপারে ডমিঙ্গো জানান, “তার লক্ষ্য থাকবে লড়াই করা এবং দলে ফিরে আসা। আমি চোখে দারুণ উন্নতি চোখে পড়েছে তার। এই মহামারীতে সে তার ৫-৬ কেজি ওজন কমিয়েছে। ভালো ব্যাটিংয়ের চেষ্টা করছে। দলে ফিরতে হলে এগুলো নিয়ে তার কাজ করতে হবে। বড় পারফরম্যান্সও করতে হবে।”


“সে যেভাবে কাজ করছে, সেটির প্রতি আমার সম্মান আছে দারুণ। দলে ফিরতে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যা সে করছে। দলে ফিরতে তাকে দারুণ কিছু পারফরম্যান্সও দেখাতে হবে। কোনো ক্রিকেটারকে কখনোই বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪