শুক্রবার দুবাইয়ে সানরাইজার্স হাইদ্রাবাদের বিপক্ষে ৭ রানে হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ধোনি মনে করেন, একই ভুলের পুনরাবৃত্তিই হারের পিছনের প্রধান কারণ। সানরাইজার্স হাইদ্রাবাদের বিপক্ষে হারের ফলে পর পর ৩ ম্যাচে হারের স্বাদ নিল বর্তমান রানার্সআপরা।
ফলে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে চেন্নাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি। অপর দিকে টানা ২য় জয়ে আইপিএল ২০২০-এ পয়েন্ট তালিকার ৭ নাম্বার থেকে একলাফে সেরা চারে উঠে গেছে ডেভিড ওয়ার্নাররা।
রবিন্দ্র জাদেজার মত ফিল্ডারাও ফেলেছেন সহজ ক্যাচ। এছাড়াও একাধিক ক্যাচ ফেলেছে সিএসকের ফিল্ডাররা। ক্যাচ ফেলা ছাড়াও ফিল্ডিংএ দেখা মিলেছে ছন্নছাড়া এক চেন্নাইয়ের। “আমাদের অনেক কিছুই আরও সঠিকভাবে করতে হবে।
ক্যাচ ফেলে আসা, নো-বল করা। আমরা বার বার একই ভুল করছি। ১৬ তম ওভারের পরে, আমরা দুটি খারাপ ওভার করেছি। সামগ্রিকভাবে, আমাদের আরও কিছুটা ভাল করা উচিত ছিল, সংবাদ সম্মেলনে বলেন ধোনি।”
অপর দিকে উইকেটের সমালোচনা করে এসআরএইচ অধিনায়ক ওয়ার্নার বলেন, “এই উইকেটটি এখানে আমরা যে সর্বশেষে খেলেছিলাম তার তুলনায় কিছুটা খারাপ ছিল। আমাদের ছেলেরা জয়ের ধারায় ফিরে এসে দেখে খুব ভাল লাগল।”
টসে জিতে ব্যাটিং করা হাইদ্রাবাদ নির্দিষ্ট ২০ ওভার শেষে প্রিয়াম গার্গের প্রথম আইপএল অর্ধশতকে ভর করে ৫ উইকেটের বিনিমনে করে ১৬৪ রান।
জবাবে রবিন্দ্র জাদেজার ৫০, ধোনির অপরাজিত ৪৭ রান সত্বেও অন্যদের বলার মত স্কোর না থাকায় ১৪৭ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
ফলে ৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে তাঁরা। ৪ অক্টোবর ডাবল হেডারে দিনের ২য় খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি