পোলার্ড-হার্দিক ঝড়ে সহজ জয় পেলো মুম্বাই

ক্রিকেট দুনিয়া October 2, 2020 1,332
পোলার্ড-হার্দিক ঝড়ে সহজ জয় পেলো মুম্বাই

টসে জেতা কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটা মন্দ ছিল না, কিন্তু শেষ দিকে লোকেশ রাহুলের ভুল বোলিং নির্বাচনের সুযোগে শেষ ৫ ওভারে ১০৪ রান তুলে মুম্বাই ইন্ডিয়ানসকে ১৯১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া।


এর মধ্যে জেমস নিশাম ২ ওভারে ৪০ রান দিয়েছেন, কাইরন পোলার্ড ২০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ এবং হার্দিক পান্ডিয়া ১১ বলে ৩ চার ও ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন।


এ ছাড়া রোহিত শর্মা ৪৫ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭০ রান করেন। জেমস নিশাম ৪ ওভারে ৫২ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। আগের ম্যাচে ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া ইশান কিশানের ব্যাট থেকে এসেছে ২৮ রান, ১ টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি, গৌতম ও শেলডন কটরেল।


জবাব দিতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে লোকেশ রাহুল, এক পাশে মায়াঙ্ক আগারওয়াল কিছুটা চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। উদ্ভোধনী জুটিতে ৩৮ রান যোগ করে ১৮ বলে ৩ চারে ২৫ রানে আউট হয়ে যান আগারওয়াল, ৩ বলে শূন্য করে ক্রুনাল পান্ডিয়ার বলে ফিরে যান করুণ নায়ারও। ৩৯ রানেই ২ উইকেট হারিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে কিংস ইলেভেন পাঞ্জাব, ধুকতে থাকা পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ১৯ বলে ১ চারে ১৭ রানের ম্যারাথন ইনিংস খেলে আউট হন।


নিকোলাস পুরানের চেষ্টাও পূর্ণতা পায়নি গ্লেন ম্যাক্সওয়েলের ধারহীন ব্যাটিংয়ের কারণে, চতুর্থ উইকেটে দুজনে ৪১ রান যোগ করলেও সেটার জন্য ৩১ টা বল খেলে ফেলেন। ২৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রানে জেমস প্যাটিনসনের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে নিকোলাস পুরান ফিরে গেলে ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যায় কিংস ইলেভেন পাঞ্জাব, ১৮ বলে ১১ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।


ম্যাক্সওয়েলের আউটের পর জিততে হলে অসাধ্যই সাধন করতে হতো, কিন্তু আজ আর কোন নাটকীয়তার প্রদর্শন ঘটেনি। শেষ পর্যন্ত ৪৮ রানের সহজ জয়ই তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, দলটির হয়ে ২ টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, জেমস প্যাটিনসন ও রাহুল চাহার।


সংক্ষিপ্ত স্কোরঃ


মুম্বাই ইন্ডিয়ানসঃ ১৯১/৪, ওভারঃ ২০। (রোহিত শর্মা ৭০, কাইরন পোলার্ড ৪৭*, হার্দিক পান্ডিয়া ৩০*, ইশাম কিষান ২৮, শেলডন কটরেল ১/২০, মোহাম্মদ সামি ১/৩৬)।


কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৪৩/৮, ওভারঃ ২০। (নিকোলাস পুরান ৪৪, মায়াঙ্ক আগারওয়াল ২৫, কৃষ্ণাপ্পা গৌতম ২২, লোকেশ রাহুল ১৭, জাসপ্রিত বুমরাহ ২/১৮, রাহুল চাহার ২/২৬, জেমস প্যাটিনসন ২/২৮)।


ম্যাচ সেরাঃ কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ানস)


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি