ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসরের ১৩ তম ম্যাচে মুখোমুখি ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাব ও কাইরন পোলার্ডদের মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি মাঠে গড়াবে।
তিনটি ম্যাচের মধ্যে এর আগে দুই দলই একটি করে ম্যাচে জয়ী হয়েছিল। কেকেআর -এর দলকে হারিয়ে ৪৯ রানে জয়ী হয়েছিল মুম্বাই। অন্যদিকে আরসিবিকে হারিয়ে জয়ী হয়েছিল পঞ্জাব।
এছাড়া শেষ ম্যাচে দুই দলেরই রান ছিল ২০০ -র ওপর। শুধু তাই নয় নিজেদের মধ্যে প্রথম দেখায় বিরাটের দল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টাই করে ফেলেছিল মুম্বাই। কিন্তু সুপার ওভারে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নিশাম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, শেলডন কোটরেল।
মুাম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪