হায়াদ্রাবাদের বিপক্ষে বড় জয় পেলো কলকাতা

ক্রিকেট দুনিয়া September 27, 2020 1,099
হায়াদ্রাবাদের বিপক্ষে বড় জয় পেলো কলকাতা

কলকাতা যখন জয় তুলে মাঠ ছাড়ে তখনও হাতে ১২ বল বাকি। এবারের আইপিএলে নিজেদের প্রথম জয় ৭ উইকেটে তুলে দিনেশ কার্তিক তাকে নিয়ে সমালোচনার বেশ ভাল জবাবই দিয়েছেন। ১৪৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুবমান গেইল (৭০) এবং ইয়ান মর্গান ৪২ রানে অপরাজিত ইনিন্সে ২ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় শাহারুখ খানে দল।


আইপিএলের অষ্টম ম্যাচে ডুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে কলকাতার টাইট বোলিয়ে ৪ উইকেটে ১৪২ রানে থামতে হয় হায়দরাবাদকে। দলের পক্ষে সর্বচ্চো ৫১ রান আসে মনিস পান্ডের ব্যাট থেকে।এদিকে এই হারে সানরাইজ হায়দরাবাদ পয়েন্ট টেবিলের একেবারে শেষে অবস্থান করছে।


সূত্রঃ আমাদের সময়