একই ম্যাচে দুটি সহজ ক্যাচ কবে ফেলেছেন বিরাট কোহলি? মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও। সঙ্গে আইপিলের প্রথম দু’ম্যাচে রানও আসেনি। বিশেষত বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে এক রানের বেশি করতে পারেননি ‘চেজ মাস্টার’। এরই সাথে আবার বড় শাস্তিও পেলেন ব্যাঙ্গালোর অধিনায়ক।
ম্যাচে বিরাট কোহলির ক্যাচ মিসের সুযোগে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন লোকেশ রাহুল। পাঞ্জাব অধিনায়কের টর্নেডো ব্যাটিং থামাতে অনেক পরিকল্পনা করেছেন কোহলিম যেকারণে বেশ সময় নিয়ে সাজিয়েছেন কৌশল। যা নিজের কারণেই ব্যর্থ তিনি। একই সাথে স্লো ওভার রেটের মারম্যাচেও পড়তে হয়েছে তাকে।
আইপিএলের নিয়মানুযায়ী কোন ম্যাচে স্লো ওভার রেটের ঘটনা ঘটলে যে দলের মাধ্যমে ঘটে সে অধিনায়ককে শাস্তি পেতে হয়। সে নিয়মানুযায়ী ব্যাঙ্গালুর অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা করেছে ম্যাচ রেফারি।
উল্লেখ্য, ম্যাচটিতে রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০৬ রান জড়ো করে পাঞ্জাব। জবাবে মাত্র ১০৯ রানেই অলআউট হয় ব্যাঙ্গালুর।
সূত্রঃ স্পোর্টসজোন২৪