ক্যাচ মিস করার রেকর্ড গড়লেন কোহলি

ক্রিকেট দুনিয়া September 25, 2020 7,965
ক্যাচ মিস করার রেকর্ড গড়লেন কোহলি

গতকাল কোহলির দুই ক্যাচ মিসে ম্যাচ হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমনটা বললে ভুল হবে না হয়তো। কারণ গতকাল পাঞ্জাবের একাই পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল।


তার ১৩২ রানের তান্ডবে বড় রান পায় পাঞ্জাব। আর রাহুলের এমন ইনিংস গড়ার পেছনে অবদান কোহলির! এই রাহুলেরই ৮৩ ও ৮৯ রানের সময় দু’বার ক্যাচ ছেড়েছেন কোহলি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি ক্যাচ মিস করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। গত ছয় বছরের রেকর্ডের পাতা দেখলে কোহলির নামই সবার উপরে দেখা যায়।


ভারতীয় এই কাপ্তান গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুটি ক্যাচ মিস করে এমন রেকর্ডের তালিকায় শীর্ষে উঠে যান। কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডারও। কিন্তু গতকাল এক ম্যাচে দুই ক্যাচ মিস করে রীতিমতো অবাকই করেছেন কিং কোহলি।


গত ছয় বছরে সবচেয়ে বেশি ১৬টি ক্যাচ ছেড়েছেন কোহলি। এরপরে অবস্থান করছেন জাদেজা। কোহলির থেকে দুটো কম ১৪টি ক্যাচ মিস করেছেন তিনি। এছাড়া ১২ বার করে মিস করেছেন রবিন উথাপ্পা ও হরভজন সিং।


সূত্রঃ স্পোর্টসজোন২৪