

কোহলি বিশ্বমানের ফিল্ডার। ফিটনেসে অনেকের কাছে উদাহরণ। তবে বৃহস্পতিবারের রাতটা ভুলতে চাইবেন ফিল্ডার বিরাট কোহলি! কারণ, তিনি দু-দুবার ফেললেন কে এল রাহুলের ক্যাচ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক।
পাঞ্জাব ইনিংসের ১৭তম ওভার। ডেল স্টেইনের লো ফুলটস গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন রাহুল। ডিপ মিড উইকেটে বল চলে গিয়েছিল বিরাটের কাছে। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।
রাহুলের রান তখন ৮৩। তবে বিরাটের হতাশার সেখানেই শেষ নয়। পরের ওভারে নবদীপ সাইনির বলে একই জায়গায় ফের রাহুলের ক্যাচ ফেলেন কোহলি। রাহুলের তখন ৮৯ রান। শেষ পর্যন্ত ৬৯ বলে ১৩২ রান করেন রাহুল। পঞ্জাব তোলে ২০৬/৩।
আর জবাবে কোহলিদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৯ রানে অল আউট হয়ে ৯৭ রানের বিশাল হার বরণ করে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। - স্পোর্টসজোন২৪









