অবশেষে দেখা মিললো সাকিব আল হাসানের। সতীর্থ আফিফের জন্মদিনের ছোট আয়োজনে যোগ দিয়েছেন সাবেক বিশ্বসেরা। সেখানেই হয়েছেন ক্যামেরাবন্দি। ভাইরাল সেসব ছবি। ভক্তরা দেখেছেন প্রিয় তারকার এক ঝলক।
তীর্থের কাকের মতো অপেক্ষায় সাকিব ভক্তরা। এক ঝলক যদি দেখা মেলে, একটু যদি খবর মেলে সাকিবের।
লম্বা ছুটি কাটিয়ে সাকিব দেশে ফিরেছেন ২ সেপ্টেম্বর। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তার। মাঠে ফেরার মিশনে বিকেএসপিতে করছেন অনুশীলন। কাক, পক্ষিও যেন দেখতে পাচ্ছে না সেটা। লোকচক্ষুর আড়ালে সাকিব অনুশীলন করছেন পুরনো দুই গুরু নাজমুল আবেদীন ফাহিম আর মোহাম্মদ সালাউ্দিনের অধীনে।
সেই অনুশীলনের একটা ছবিও কোন মিডিয়া পারেনি দেখাতে, কেউ পারেনি দেখতে। একান্ত অনুশীলনে ব্যস্ত সাকিব এড়িয়ে চলছেন সতীর্থ, গণমাধ্যম সবাইকে। তবে এবার দেখা দিলেন। হাজির হলেন সতীর্থ আফিফের জন্মদিনে।
মঙ্গলবার বিকেএসপিতে জাতীয় দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব’র ২১তম জন্মদিন পালন করা হয়। কেক কেটে আফিফের জন্মদিন উদযাপন করেন সাকিবসহ অন্যা সতীর্থরা। আর এই জন্মদিনের ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহুর্তে ছড়িয়ে পড়েছে সেগুলো।
আর সেই ছবি দেখে ভক্তরা যেন পেল জ্যোষ্ঠের খর তাপে এক পসলা বৃষ্টির আমেজ। - ডিবিসি নিউজ