মুম্বাইয়ের কাছে বড় ব্যবধানে হারল কলকাতা

ক্রিকেট দুনিয়া September 24, 2020 1,877
মুম্বাইয়ের কাছে বড় ব্যবধানে হারল কলকাতা

হার দিয়ে আসরে যাত্রা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস, অন্য দিকে ৪৯ রানের বড় হার দিয়েই আসরের যাত্রা শুরু হলো কলকাতা নাইট রাইডার্সের।


এর আগেও ২৫ বার দেখা হয়েছে এই দুই দলের। ১৯ বার জিতেছে মুম্বাই। শাহরুখ খানের দল মাত্র ৬ বার জিতেছে। আবারও নিজেদের জয়ের পাল্লা ভারি করল মুম্বাই।


আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার আইপিএলের ৩৪ তম অর্ধশত রানের দিনে কলকাতার সামনে জয়ে লক্ষ্য দাঁড়ায় ১৯৬। ব্যাট হাতে ঝড় তোলেন মুম্বাইর অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৫৪ বল খেলে ৩ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান।


৮ রানেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ৯০ ও সৌরভ তিওয়ারিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৯ রান তোলেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে তোলেন আরো ৩০ রান। তাতে বড় সংগ্রহ পায় মুম্বাই।


১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাজ ঘরে আসা যাওয়াতে ব্যস্ত ছিল কলকাতার ব্যাটসম্যানেরা। ৯ উইকেট হারিয়ে কলকাতা ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৪৬ রানই তুলতে সক্ষম হয়েছিলো। পিটার কমেন্স ৩৩ ও অধিনায়ক কার্তিক ৩০ রান যোগ করতে পেরেছিলো।


সংক্ষিপ্ত স্কোরঃ


মুম্বাই ইন্ডিয়ানস ১৯৫/৫ (রোহিত শর্মা ৮০, সূর্যকুমার যাদব ৪৭, সৌরভ তিওয়ারি ২১, হার্দিক পান্ডিয়া ১৮, শিবাম মাভি ২/৩২, আন্দ্রে রাসেল ১/১৭, সুনিল নারাইন ১/২২)।


কলকাতা নাইট রাইডার্স ১৪৬/৯ (দিনেশ কার্তিক ৩০, নীতিশ রানা ২৪, ইয়ন মরগান ১৬, প্যাট কামিন্স ৩৩, জেমস প্যাটিনসন ২/২৫, রাহুল চাহার ২/২৬, ট্রেন্ট বোল্ট ২/৩০, জাসপ্রিত বুমরাহ ২/৩২)।


ম্যাচ সেরাঃ রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস)।


সূত্রঃ আমাদের সময়, ডেইলি বাংলাদেশ, ডেইলি স্পোর্টস বিডি